ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রেনের একটি টিকিট পেতে ৫৪৬ জনের চেষ্টা 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
ট্রেনের একটি টিকিট পেতে ৫৪৬ জনের চেষ্টা 

ঢাকা: ঈদ যাত্রার ট্রেনের আগামী ৭ এপ্রিলের ভ্রমণের টিকিট পেতে রেল সেবা অ্যাপে ৫৪৬ জন চেষ্টা করছেন। এদিন রেল সেবা অ্যাপে হিট পড়েছে ৮২ লাখ।

প্রথম তিন ঘণ্টাতেই পৌনে ১৭ হাজার টিকিটের মধ্যে ১৫ হাজার টিকেট বিক্রি হয়ে যায়।  

বৃহস্পতিবার (২৮ মার্চ) কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার মোহাম্মদ মাসুদ সারওয়ার বাংলানিউজকে এ তথ্য জানান৷ 

এ বছর ঢাকা থেকে ছেড়ে যাওয়া আন্তঃনগর ৪২ জোড়া ট্রেনের টিকিট দুই পর্যায়ে দেওয়া হচ্ছে৷ ঈদ উপলক্ষে এই অগ্রিম টিকিট সম্পূর্ণ অনলাইনে বিক্রি হবে৷ 

এবার মোবাইলে ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে টিকিট দেওয়া হচ্ছে৷ ঈদ যাত্রাকে ঝামেলাহীন, নিরাপদ রাখার জন্য সকল ব্যবস্থা রাখা হয়েছে বলেও জানান মাসুদ সারওয়ার।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, ৮ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ২৯ মার্চ, ৯ এপ্রিলের ভ্রমণের টিকিট পাওয়া যাবে ৩০ মার্চ।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, মার্চ ২৮, ২০২৪
এনবি/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।