ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তিনদিন পর চন্দ্রোঘোনা-রাইখালী রুটে ফেরি চালু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
তিনদিন পর চন্দ্রোঘোনা-রাইখালী রুটে ফেরি চালু

রাঙামাটি: অবশেষে ড্রেজিং ছাড়াই ঘোষিত নির্দিষ্ট তারিখ অনুযায়ী রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রোঘোনা-রাইখালী রুটে ফেরি 
চলাচল শুরু হয়েছে।  

বুধবার (১৩মার্চ) সকাল ৬টায় ফেরি চালু করে সড়ক ও জনপথ বিভাগ।

কর্ণফুলী নদীর তলদেশে পলি জমে ভরাট হয়ে যাওয়ায় দীর্ঘদিন ধরে নৌকা ও ফেরি চলাচল বিঘ্নিত হচ্ছিল। এজন্য নৌ-পথ সচল রাখতে কর্ণফুলী নদীতে ড্রেজিংয়ের উদ্যোগ নেয় সড়ক বিভাগ। চলতি মাসের ১০-১২ মার্চ পর্যন্ত তিনদিন কর্ণফুলী নদী খনন করার কথা ছিল। এজন্য  কিন্তু গত ৯ মার্চ নদীতে খনন কার্যক্রম পরিচালনা জন্য আনা ক্রেনটি ওই দিন মধ্যরাতে কর্ণফুলী নদীতে ডুবে গেলে ড্রেজিং কার্যক্রম বন্ধ হয়ে যায়। পরে চট্টগ্রাম থেকে একটি বার্জ ক্রেন এনে পরদিন রাতে ক্রেনটি উদ্ধার করা হয়। তাই ড্রেজিং এখনো করা হয়নি।

রাঙামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা বলেন, কোনো ড্রেজিং ছাড়াই বুধবার সকাল থেকে ফেরি চালু করা হয়। পরে সুবিধাজনক সময়ে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।