ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১ মাসের সফরে যুক্তরাষ্ট্র গেছেন জাপার কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
১ মাসের সফরে যুক্তরাষ্ট্র গেছেন জাপার কো-চেয়ারম্যান সুনীল শুভ রায়

ঢাকা: এক মাসের ব্যক্তিগত সফরে যুক্তরাষ্ট্র গেছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও দলের মুখপাত্র সুনীল শুভরায়।

মঙ্গলবার (১২ মার্চ) দিনগত রাত ২টায় কুয়েত এয়ারওয়েজের একটি বিমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি।

সফরকালে সুনীল শুভরায় নিউইয়র্কের কুইন্সে মেয়ের বাসায় থাকবেন। সেখানে বাংলাদেশি প্রবাসীদের এলাকায় দলীয় কর্মকাণ্ডে অংশ নেবেন জাতীয় পার্টির নবনির্বাচিত এই কো-চেয়ারম্যান।

রাতে সুনীল শুভরায়কে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নেতারা। পবিত্র ঈদ উল ফিতরের পর তিনি দেশে ফিরবেন।

বাংলাদেশ সময়: ১০০২ ঘণ্টা, মার্চ ১৩, ২০২৪
এসএমএকে/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।