ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৬৫ বছরে ময়মনসিংহ প্রেসক্লাব, বর্ণাঢ‍্য কর্মসূচি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
৬৫ বছরে ময়মনসিংহ প্রেসক্লাব, বর্ণাঢ‍্য কর্মসূচি

ময়মনসিংহ: বর্ণাঢ‍্য আয়োজনে দিনভর নানা কর্মসূচির মধ‍্য দিয়ে ময়মনসিংহ প্রেসক্লাবের ৬৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জ্ঞাপন করেন।

 

বৃহস্পতিবার (৮ মার্চ) সকাল ১০টায় বেলুন উড়িয়ে আনন্দ শোভাযাত্রার উদ্বোধন করেন সাবেক গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী ও বর্তমান সংসদ সদস্য শরীফ আহমেদ।  

এ সময় শোভাযাত্রাটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শুভেচ্ছা বিনিময় শেষে আলোচনা সভার মধ‍্য দিয়ে প্রথম পর্বের অনুষ্ঠানমালা শেষ হয়।  

এর পর দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে নৃত্য পরিবেশন শেষে কেক কেটে দ্বিতীয়পর্বের অনুষ্ঠানমালার শুভ উদ্বোধন করেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত।  

এ সময় ভাষা সৈনিক এম শামসুল হক ফাউন্ডেশনের পক্ষ থেকে ময়মনসিংহ প্রেসক্লাবকে একটি মাইক্রোবাসের চাবি হস্তান্তর করেন প্রতিমন্ত্রী শরীফ আহমেদ।  

এতে সভাপতিত্ব করেন প্রেসক্লাব সভাপতি ও জেলা প্রশাসক (ডিসি) দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।  

এ সময় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত এক আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা পুলিশ সুপার (এসপি) মাছুম আহমেদ ভূঞা,  প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মোশররফ হোসেন, জগদীশ চন্দ্র সরকার, জেলা আ.লীগ সহসভাপতি অধ্যাপক আব্দুর রাজ্জাক, মোমতাজ উদ্দিন, জেলা সিপিবির সভাপতি অ্যাডভোকেট এমদাদুল হক মিল্লাত, জনউদ্যোগের আহ্বায়ক অ্যাডভোকেট নজরুল ইসলাম চুন্নু, র‌্যাব-১৪ এর উপ-অধিনায়ক আনোয়ার হোসেন প্রমুখ।  

এ সময় জেলা প্রশাসন, প্রেসক্লাব সদস্য ও ময়মনসিংহে কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সুশীল সমাজের গণ্যমান্য ব‍্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।  

সর্বশেষ সন্ধ্যায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ‍্য দিয়ে দিনভর এই কর্মসূচির সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, মার্চ ৮, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।