ঢাকা, সোমবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০২ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৭ ঘণ্টা, মার্চ ৫, ২০২৪
ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ কারবারি আটক

ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর ছয়াইল এলাকা থেকে ১২ কেজি গাঁজাসহ আল-আমিন (৪৩) নামে এক কারবারিকে আটক করেছে পুলিশ।  

মঙ্গলবার (৫ মার্চ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন উদ্দিন।

 

আটক আল-আমিন খাগড়াছড়ি সদর উপজেলার মুসলিমপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে।  

ওসি শাহীন উদ্দিন জানান, মঙ্গলবার ভোরে হাটগোপালপুর এলাকার ছয়াইল রোডে মাদক বেচা-কেনা হচ্ছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালায় হাটগোপালপুর পুলিশ ক্যাম্পের সদস্যরা। সেসময় অন্যরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ১২ কেজি গাঁজাসহ মাদককারবারি আল-আমিনকে আটক করা হয়। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে তার নামে  জেলা সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৪
এফআর/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।