ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে নদীতে ভাসছিল স্কুলছাত্রীর মরদেহ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৮ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
মানিকগঞ্জে নদীতে ভাসছিল স্কুলছাত্রীর মরদেহ 

মানিকগঞ্জ: মানিকগঞ্জের কালীগঙ্গা নদী থেকে সামিয়া ইসলাম (১৫) নামের এক নবম শ্রেণির ছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

সোমবার (৪ মার্চ) সকাল পৌনে ১১টার দিকে পৌরসভার বেউথা এলাকার কালীগঙ্গা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

সামিয়া ইসলাম কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার মহিচাইল এলাকার সাইফুল ইসলামের মেয়ে। সে মানিকগঞ্জের সরকারি সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।  

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিল হোসেন বলেন, সামিয়া নিখোঁজ হয়েছে- গত শনিবার (২ মার্চ) এমন একটি সাধারণ ডায়েরি করে মেয়েটির পরিবার। সোমবার স্থানীয়রা নদীতে একটি মেয়ের মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করার পর দেখা যায়, মরদেহটি নিখোঁজ সামিয়ার। মরদেহ ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, মার্চ ৪, ২০২৪
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।