ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কাপ্তাই হ্রদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪
কাপ্তাই হ্রদে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

রাঙামাটি: রাঙামাটির কাপ্তাই হ্রদে ডুবে আব্দুল্লাহ জুবায়ের (১৭) নামে লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির এক ছাত্রের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে শহরের পুরাতন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে পুরাতন পুলিশ লাইন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলার সময় ফুটবলটি কাপ্তাই হ্রদে পড়ে গেলে সেটি হ্রদ থেকে তুলতে গিয়ে ডুবে যায় জুবায়ের। কিছু সময় পার হয়ে গেলেও ওই ছাত্র হ্রদ থেকে উঠে না আসায় ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় জেলেদের সহযোগিতায় ডুবে যাওয়া ছাত্রকে উদ্ধার করে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।  

রাঙামাটি কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি রাঙামাটি সদর হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) দায়ের করা হবে।

বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৯, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।