ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তরুণ কবি শামীম আশরাফের নামে সাইবার আইনে নতুন মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
তরুণ কবি শামীম আশরাফের নামে সাইবার আইনে নতুন মামলা শামীম আশরাফ

ময়মনসিংহ:ময়মনসিংহ সিটি করপোরেশনের বিভিন্ন সমস্যা নিয়ে পোস্টার ডিজাইন করার অভিযোগে গ্রেপ্তার হওয়া তরুণ কবি ও গ্রাফিক ডিজাইনার শামীম আশরাফ (৩২) জামিনে মুক্তি পাওয়ার পরে এবার তাঁর নামে ডিজিটাল নিরাপত্তা আইনে নতুন মামলা দায়ের হয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে ময়মনসিংহ সাইবার ট্রাইব্যুনাল জজ আদালতে এ মামলা হয়েছে।

ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসনিক কর্মকর্তা কাঞ্চন কুমার নন্দী বাদী হয়ে মামলাটি করেন।

তিনি খবরের সত‍্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মামলাটি তদন্তের নির্দেশ দিয়েছেন সাইবার ট্রাইব্যুনাল আদালতের বিচারক।  

মামলায় বলা হয়, ডিজাইনার শামীম আশরাফ গত ৭ ফেব্রুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত ময়মনসিংহ সিটি করপোরেশনের লোগো ব্যবহার করে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে অপপ্রচারমূলক পোস্টার ডিজাইন করেন এবং সেসব পোস্টার শহরের দেয়ালে দেয়ালে সাটানো হয়। এরপর গত ১৮ তারিখ সিটি করপোরেশন এ বিষয়টি নিশ্চিত হয়। এ ঘটনায় গত রোববার রাতে পুলিশ ৫৪ ধারায় তাকে গ্রেপ্তার করে। এ সময় তার ব্যবহৃত কম্পিউটার এবং অন্যান্য ডিভাইসে অপপ্রচারমূলক পোস্টারের ডিজাইন পাওয়া গেছে।  

সিটি করপোরেশনের পক্ষে মামলার আইনজীবী সাব্বির তালুকদার বলেন, সাইবার ট্রাইব্যুনালের বিচারক বজলুর রহমান মামলাটি আমলে নিয়ে যেকোনো তদন্তকারী সংস্থার মাধ্যমে তদন্তের নির্দেশ দিয়েছেন। তবে আগামী বৃহস্পতিবার এ বিষয়ে আরও সুনির্দিষ্ট জানা যাবে।

** নগরীর সমস্যা নিয়ে পোস্টার: তরুণ কবি শামীম আশরাফ গ্রেপ্তার
** পোস্টার করায় গ্রেপ্তার: জামিন পেলেন শামীম আশরাফ 

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৪
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।