ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

৭ তলা মাদরাসা থেকে পালাতে গিয়ে পাইপে আটকা, অতঃপর..

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২৪
৭ তলা মাদরাসা থেকে পালাতে গিয়ে পাইপে আটকা, অতঃপর..

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ায় মাদরাসা থেকে পালিয়ে যাওয়ার সময় পাইপে আটকে যাওয়া জহিরুল ইসলাম নামে ছাত্রকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।  

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে পৌর এলাকার খৈয়রাসার সালমা সাঈদ তাহফিজুল কোরআন মাদরাসার ৭ তলা ভবনের ৬ তলা থেকে তাকে উদ্ধার করা হয়।

 

জহিরুলের বাড়ি জেলার সরাইল উপজেলার কালীকচ্ছ গ্রামে।

ব্রাহ্মণবাড়িয়া ফায়ার সার্ভিসের উপ-পরিচালক নিউটন দাস জানান, ওই মাদরার নাজেরা বিভাগের ছাত্র জহিরুল ইসলাম দুপুরে পালিয়ে যাওয়ার জন্য সাত তলা থেকে নামতে শুরু করে। পরে ছয় তলা পর্যন্ত এসে আটকে যায়। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় এক ব্যক্তি ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে বেলা সাড়ে ৩টার দিকে ফায়ার সার্ভিসের একটি দল এসে তাকে নামিয়ে আনেন।  

তিনি আরও জানান, প্রায় ২০ মিনিটের চেষ্টায় ফায়ার ফাইটার মো. আলমগীর হোসাইন তাকে নিয়ে নিচে নেমে আসেন।

বাংলাদেশ সময়: ২১০৩ ঘণ্টা, জানুয়ারি ৬, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।