ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কেরানীগঞ্জে সাগর হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
কেরানীগঞ্জে সাগর হত্যা মামলার পলাতক আসামি  গ্রেপ্তার

ঢাকা: কেরানীগঞ্জ এলাকায় সাগর হত্যা মামলায় জড়িত পলাতক আসামি আব্দুল্লাহকে (২০) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১০।

রোববার (৪ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন সাবান ফেক্টরি রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে র‌্যাব-১০ এর উপ-পরিচালক (অপারেশন অফিসার) আমিনুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, গ্রেপ্তার আসামি আব্দুল্লাহ দক্ষিণ কেরানীগঞ্জ থানার একটি হত্যা মামলার পলাতক আসামি। সে মুন্সিগঞ্জের শ্রীনগর থানার সিংপাড়া এলাকার মো. দুলাল এর ছেলে।

তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামি এ হত্যাকাণ্ডের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছে। সে হত্যাকাণ্ডের পর নিজেকে আইনের হাত থেকে বাঁচানোর জন্য ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে ছিল।

গ্রেপ্তার আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।