ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় ইটভাটার মালিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় ইটভাটার মালিক নিহত

শরীয়তপুর: শরীয়তপুরে মাটি বোঝাই ট্রাকের ধাক্কায় রিটন সাহা (৫০) নামে এক ইটভাটার মালিক নিহত হয়েছেন।  

রোববার (৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার মনোহর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

নিহত রিটন সাহা সদর উপজেলার দক্ষিণ মধ্যপাড়া এলাকার মৃত গৌরাঙ্গ সাহার ছেলে ও এলআরবি ব্রিকস স্বত্বাধিকারী।

পুলিশ ও স্থানীয় সূত্রে সূত্রে জানা গেছে, রোববার রাতে মনোহর বাজার এলাকার নিজ ভাটা থেকে মোটরসাইকেলযোগে যাওয়ার পথে নিজের ইটভাটার মাটি বোঝাই ট্রাকের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের নিচে চাপা পড়ে গুরুতর আহত হন রিটন সাহা। পরে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয় তাকে। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার কররে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে পালং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেজবাহ উদ্দিন আহমেদ বলেন, নিজ ভাটার ট্রাকের চাপায় মালিক গুরুতর আহত হয়েছিলেন। ঢাকা মেডিকেলে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন বলে জানতে পেরেছি।

বাংলাদেশ সময়: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।