ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কিশোরীকে অন্তঃসত্ত্বা করে অন্যত্র বিয়ে, প্রেমিক গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
কিশোরীকে অন্তঃসত্ত্বা করে অন্যত্র বিয়ে, প্রেমিক গ্রেপ্তার

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের প্রলোভনে এক কিশোরীকে (১৭) ধর্ষণ করে অন্যত্র বিয়ে করার অভিযোগ উঠেছে প্রেমিক মো. ফাহাদ উদ্দিন রুবেলের (২১) বিরুদ্ধে। বিয়ের কথা জানতে পেরেই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ করে কিশোরী।

এ ঘটনায় মামলা দায়ের হলে রুবেলকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (২১ জানুয়ারি) দুপুরের দিকে আসামিকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।  

গ্রেপ্তার রুবেল উপজেলার রামপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের আবু বক্কর ছিদ্দিক স্বপনের ছেলে।  

এর আগে, শনিবার (২০ জানুয়ারি) দুপুরের দিকে এ ঘটনায় দুইজনকে আসামি করে নির্যাতিত কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কোম্পানীগঞ্জ থানা মামলা দায়ের করেন। পরে ওই দিন রাত সাড়ে ১২টার দিকে তাকে উপজেলার রামপুর ইউনিয়ন থেকে গ্রেপ্তার করা হয়।  

মামলা ও ভুক্তভোগী সূত্রে জানা গেছে, নির্যাতিত কিশোরীর সঙ্গে গত ৭/৮ মাস যাবত প্রেমের সম্পর্ক চালিয়ে আসছে অভিযুক্ত তরুণ। একপর্যায়ে গত ৩ ডিসেম্বর রাত ৯টার দিকে উপজেলার একটি খামার বাড়িতে নিয়ে রুবেল কিশোরী প্রেমিকাকে জোরপূর্বক ধর্ষণ করে। মামলার ২ নম্বর আসামি জামাল উদ্দিন রুবেলের সঙ্গে ভিকটিমের দেখা সাক্ষাৎ করার কাজে সহযোগিতা করেন।  

এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।  

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা (এসআই) পুষ্প বরণ চাকমা জানান, ভুক্তভোগী কিশোরী এবং অভিযুক্ত তরুণের পাশাপাশি বাড়ি। ফলে গত ৭/৮ মাস ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরে প্রেমিক বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমিকাকে ধর্ষণ করে। কিন্তু গত সপ্তাহে গোপনে ওই প্রেমিক অন্যত্র বিয়ে করে। পরে এ ঘটনায় ভুক্তভোগী কিশোরীর মা বাদী হয়ে মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে কিশোরীর মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে। সে বর্তমানে অন্তঃসত্ত্বা বলে জানিয়েছেন চিকিৎসক।

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২৪
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।