ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ঢাকায় ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
ঢাকায় ৪ ছিনতাইকারী গ্রেপ্তার

ঢাকা: ঢাকার যাত্রাবাড়ী ও কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে চার ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

শুক্রবার (১৯ জানুয়ারি) যাত্রাবাড়ীর শনির আখড়া ও কেরাণীগঞ্জের শুভাড্যা এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- কবির (৩৫), সোহেল (৪৫), শুভ শেখ (২৭) ও সুজন খাঁ (২৭)।

র‌্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, কেরাণীগঞ্জের শুভাড্যা এলাকায় অভিযান চালিয়ে শুভ শেখ ও সুজন খাঁ নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার ও একটি ছুরি জব্দ করা হয়।

যাত্রাবাড়ীর শনির আখড়া এলাকায় পরিচালিত অপর এক অভিযানে কবির ও সোহেল নামে দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুইটি চাকু জব্দ করা হয়।

গ্রেপ্তাররা বেশ কিছুদিন ধরে কেরাণীগঞ্জ, যাত্রাবাড়ীসহ ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী ছিনতাই করে আসছিলেন। তাদের বিরুদ্ধে ছিনতাই মামলা দিয়ে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩২৭ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২৪
পিএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।