ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুক্তি পেলেন ইউপি চেয়ারম্যান উহ্লা মং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪
মুক্তি পেলেন ইউপি চেয়ারম্যান উহ্লা মং উহ্লা মং মারমা

বান্দরবান: বান্দরবানে রুমা উপজেলার পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে মুক্তি দিয়েছে অপহরণকারীরা।

রোববার (১৪ জানুয়ারি) রাতে তিনি অপহরণকারীদের কাছ থেকে মুক্ত হন।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান বিষয়টি নিশ্চিত করে জানান, বিকেল সাড়ে ৩টার দিকে পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অপহরণ করা হয়েছে এমন সংবাদ পেয়ে আমরা অভিযান শুরু করে রাতেই তাকে উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ রয়েছেন এবং নিজ বাড়িতে আছেন।

প্রসঙ্গত, রোববার (১৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় বান্দরবানের রুমা-কেওক্রাডং সড়কের হারমুন পাড়া থেকে পার্বত্য জেলার আঞ্চলিক সশস্ত্র সংগঠন কেএনএফ এর সদস্যরা চেয়ারম্যান উহ্লা মং মারমাকে অপহরণ করেছিল বলে পরিবারের সদস্যরা পুলিশের কাছে অভিযোগ করে। পরে রুমা থানা পুলিশের একটি দল তাৎক্ষণিক অভিযানে নামে এবং চেয়ারম্যানকে উদ্ধার করে। তবে এ ঘটনায় কেউ এখনো আটক হয়নি।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৫, ২০২৪

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।