ঢাকা, বৃহস্পতিবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১২ ডিসেম্বর ২০২৪, ০৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মাদক সেবনের সময় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
মাদক সেবনের সময় কিশোর গ্যাংয়ের ৪ সদস্য গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জ: অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় লিডারসহ কিশোরগ্যাংয়ের ৪ জনকে গ্রেপ্তার করেছে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব সদস্যরা।  

শনিবার (১২ জানুয়ারি) গভীর রাতে নয়ালাভাঙ্গা ইউনিয়নের হরিনগর এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন - কিশোর গ্যাং লিডার মো. রহমত আলী ওরেফে আপেল, মো. ইসমাইল হোসেন, মো. মহিম ইসলাম ও মো. সোহেল রানা।

রোববার সকালে এসব তথ্য নিশ্চিত করে র‌্যাব।

র‌্যাব জানায়, অভিযান পরিচালনাকালে একটি নির্মাণাধীন ঘরে গ্রেপ্তার কিশোরগ্যাং সদস্যরা মাদক সেবন করছিল। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় কিশোর গ্যাংয়ের চার সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় সেখান থেকে গাঁজা, কলকি, গ্যাস লাইটার জব্দ করা হয়।  

র‌্যাব আরও জানায়, তারা মাদকের ভয়াল নেশায় আসক্ত হয়ে এলাকায় ছিনতাই, চাঁদাবাজি এবং প্রভাব বিস্তার করার জন্য দেশীয় অস্ত্রের মহড়া দিত।

বাংলাদেশ সময়: ১৩০৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২৪
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।