ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শেখ হাসিনাকে মোদি-জিগমে খেসার টেলিফোন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
শেখ হাসিনাকে মোদি-জিগমে খেসার টেলিফোন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: টেলিফোন করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক।

প্রধানমন্ত্রীর উপ প্রেস সচিব কে এম শাখাওয়াত মুন গণমাধ্যমকে জানান, সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় টেলিফোন করে টানা চতুর্থবারের মতো ঐতিহাসিক বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নির্বাচন সফলভাবে পরিচালনার জন্য বাংলাদেশের জনগণকেও অভিনন্দন জানান।  

তিনি বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ভারতের অংশীদারিত্বকে আরও জোরদার করতে প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানান।  

আওয়ামী লীগ সভাপতি বলেন, তার সরকার সবসময় প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর।   

এছাড়া আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে অভিনন্দন জানিয়েছেন ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক।

টেলিফোনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং ভুটানের রাজা জিগমে খেসার নাম গিয়েল ওয়াংচুক আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন বার্তাও পাঠিয়েছেন।  

বাংলাদেশ সময়: ২২১৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এমইউএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।