ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেমে থাকা প্রাইভেটকারে বাসের ধাক্কা, চালক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেমে থাকা প্রাইভেটকারে বাসের ধাক্কা, চালক নিহত ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি প্রাইভেটকারে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরেকজন।

নিহত ব্যক্তির নাম মিলন (৫০)। তিনি প্রাইভেটকারটির চালক। আহত ব্যক্তির নাম মাহফুজ (৩৫), তিনি ওই গাড়ির যাত্রী ছিলেন।

সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৬টার দিকে তেজগাঁওয়ের নাখালপাড়ার হোসেন আলী স্কুলের পাশে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে জানান, চলন্ত অবস্থায় একটি প্রাইভেটকারের (ঢাকা মেট্রো গ ১২-০০৪৮) চাকা পাংচার হয়ে যায়। সেসময় ভিআইপি পরিবহনের একটি বাস (ঢাকা মেট্রো ব ১১-৭১৪৩) সেটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির মুখোমুখি চলে আসে। তখন উভয় গাড়ির সংঘর্ষে প্রাইভেটকারটি দুমড়ে-মুচড়ে যায়। আশপাশের লোকজন গুরুতর আহত মিলনকে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়। আহত মাহফুজকে ঢাকা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়েছে।

ওসি জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও বাসটিকে আটক করা হয়েছে। বাসচালক পলাতক। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

বাংলাদেশ সময়: ২১২৬ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এজেডএস/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।