ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশাল বিভাগে ভোট পড়েছে ৪২.৫৩ শতাংশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৪
বরিশাল বিভাগে ভোট পড়েছে ৪২.৫৩ শতাংশ

বরিশাল: বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মো. শওকত আলী জানিয়েছেন, এ বিভাগে ভোট দেওয়ার হার ৪২.৫৩ শতাংশ, যা এখন পর্যন্ত সবকটি বিভাগের মধ্যে সবচেয়ে বেশি।

রোববার (৭ জানুয়ারি) রাতে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল সংগ্রহ ও পরিবেশন প্রদান আয়োজনে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বরিশাল বিভাগের নির্বাচনকে আমরা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছিলাম। আমরা নির্বাচনের ঐতিহ্য পুনঃপ্রতিষ্ঠা করবো বলে উল্লেখ করেছিলাম। আমরা সুষ্ঠু ভোটের প্রত্যয়ও ব্যক্ত করেছিলাম। পরে সবমিলিয়ে বরিশাল বিভাগের জনগণ ভোট দিতে ভোটকেন্দ্রে গিয়েছে।

তিনি আরও বলেন, বিভাগের ২১টি আসনে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেছেন এবং কোনো কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত হয়নি। এমনকি আইনশৃঙ্খলা পরিস্থিতিরও অবনতি হয়নি। সামগ্রিকভাবে নির্বাচন সুষ্ঠু হয়েছে। আর এর পেছনে গণমাধ্যমকর্মীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

এ সময় বরিশালের জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শহিদুল ইসলামসহ প্রশাসনের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ০৯৫৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৪
এমএস/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।