ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীছড়িতে নৌকার প্রচারণায় যাওয়ার সময় হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
লক্ষ্মীছড়িতে নৌকার প্রচারণায় যাওয়ার সময় হামলার অভিযোগ

খাগড়াছড়ি: খাগড়াছড়ি জেলার লক্ষ্মীছড়ি উপজেলার দুর্গম বর্মাছড়ি ইউনিয়নে নৌকার সমর্থনে নির্বাচনী প্রচারণায় যাওয়ার সময় আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে ইউনিয়নের মুখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় সন্ত্রাসীরা নৌকা সমর্থকদের লক্ষ্য করে গুলি করলে তারা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যান। নেতাকর্মীদের একাংশ খিরাম সেনা আর্মি ক্যাম্পে আশ্রয় নেন।

এ ঘটনায় উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক দেবব্রত তালুকদারসহ ৩-৪ জন আহত হয়েছেন। এছাড়া দুর্বৃত্তরা উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি বিল্লাল হোসেন বেপারীসহ পাঁচ নেতাকর্মীকে অপহরণের চেষ্টা করলে সেনাবাহিনীর তৎপরতায় তাদের ছেড়ে দেওয়া হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি রেব্রাচাই চৌধুরী জানান, খবর পেয়ে সঙ্গে সঙ্গেই নেতাকর্মীকে উদ্ধার করে বর্মাছড়ি আর্মি ক্যাম্পে নিরাপদে নেয় সেনাবাহিনী। লক্ষীছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান এ ঘটনার জন্য পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফকে দায়ী করেছেন।

এ ব্যাপারে লক্ষ্মীছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসাইন জানান, বর্মাছড়ি এলাকায় নির্বাচনী প্রচারণার মটরসাইকেল বহরকে ধাওয়া করার কথা শোনা গেছে। গুলি কিংবা আহত হওয়ার খবর পায়নি।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৪
এডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।