ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০১ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৪
বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় নিহত ১ প্রতীকী ছবি

বাগেরহাট: বাগেরহাটে সড়ক দুর্ঘটনায় মো. রেজাউল ইসলাম নান্নু ফরাজি (৫৭) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।

মঙ্গলবার (২ জানুয়ারি) সকলে সাইনবোর্ড-বগী আঞ্চলিক মহাসড়কের পল্লীমঙ্গল বাজার এলাকায় ইজিবাইক ও কয়েকজন পথচারীকে যাত্রীবাহী লোকাল একটি বাস ধাক্কা দিয়ে এ হতাহতের ঘটনা ঘটে।

নিহত নান্নু ফরাজি শরণখোলা উপজেলার মাতৃভাষা কলেজের করণিক ও খাউলিয়া ইউনিয়নের বড়পরী গ্রামের নুরুল ইসলাম ফরাজীর ছেলে।  

দুর্ঘটনায় আহতরা হচ্ছেন- রবিউল ইসলাম (১৮), সম্রাট হাওলাদার (২০), আমির হোসেন মোল্লা (৬০) ও সবুজ শেখ (২৫)।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামসুদ্দিন জানান, গুরুতর আহতাবস্থায় নান্নু ফরাজিকে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। তার মরদেহ এখন মোরেলগঞ্জ উপজেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে কেউ এখনও অভিযোগ দায়ের করেনি।  

বাংলাদেশ সময়: জানুয়ারি ০২, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।