ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিশেষ অভিযানে তেজগাঁওয়ে গ্রেপ্তার ১৬

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
বিশেষ অভিযানে তেজগাঁওয়ে গ্রেপ্তার ১৬

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বুধবার (২৭ ডিসেম্বর) রাতে তেজগাঁওয়ের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

 

পরদিন বৃহস্পতিবার বিকেলে এ তথ্য জানান তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহসিন।  

তিনি আরও জানান, ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন, ছিনতাইয়ের প্রস্তুতিকালে ২ জন এবং চুরির অভিযোগে ২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ডাকাতির প্রস্তুতিকালে আব্দুল হালিম (৪২), আরিফ (২৭), সেন্টু (৪০), অলি খন্দকার (৩৬) ও মানিককে (২৯) গ্রেপ্তার করা হয়। ছিনতাইয়ের অভিযোগে মো. শাকিল (৩০) ও মধু মিয়া (২২) এবং চুরির অভিযোগে মোহাম্মদ হাবিব (২৩) ও মোহাম্মদ হাশেমকে (২৬) গ্রেপ্তার করা হয়।  

ওসি জানান, নির্বাচনের সুযোগ নিয়ে অপরাধীরা যাতে চুরি, ছিনতাই করতে না পারে সেজন্য বিশেষ অভিযান শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। তারই অংশ হিসেবে গতকাল ১৬ জনকে গ্রেপ্তার করে তেজগাঁও থানা।  এসময় গ্রেপ্তারদের কাছ থেকে ৩টি চাকু জব্দ করা হয়।  

এই অভিযান অব্যাহত আছে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৪৩ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২৩
এজেডএস/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।