ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০২৩
রাঙামাটিতে দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রাঙামাটি: রাঙামাটি জেলা সদরের দুর্গম বসন্ত পাড়ায় দুই স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৫ ডিসেম্বর) বড়দিনের অনুষ্ঠানে যাওয়ার পর রাত ২টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন ভিকটিমের স্বজনরা।

জানা গেছে, গত ২৫ ডিসেম্বর রাত দুইটার দিকে দুর্গম জুরাছড়ি উপজেলার বাসিন্দা নবম ও দশম শ্রেণির দুই শিক্ষার্থী নিজ উপজেলা থেকে পার্শ্ববর্তী এলাকা জেলা সদরের বসন্তপাড়া এলাকায় বসন্ত পাড়া চার্চে বড়দিন উৎসবে যোগ দিতে এসেছিলেন। কিন্তু পথিমধ্যে তাদের কয়েকজন পাহাড়ি যুবক গতিরোধ করে পালাক্রমে ধর্ষণ করে। ধর্ষণকারীদের মধ্যে একজনকে চিনে ফেলে ভিকটিম। তার নাম রাসেল চাকমা।

ঘটনার শিকার এক ছাত্রীর বাবা বলেন, আমি ঘটনার বিষয়টি স্থানীয় গ্রাম প্রধানকে (কার্বারি) বললে তিনি থানায় অভিযোগ দিতে বলেন।

জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল সালাম বলেন, আমাকে গ্রাম প্রধান (কার্বারি) ফোন করে বিষয়টি জানিয়েছেন। আমি তাদের রাঙামাটি কোতয়ালী থানায় মামলা করার পরামর্শ দিয়েছি। যেহেতু ঘটনাটি রাঙামাটি সদরে হয়েছে।

রাঙামাটি জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মারুফ আহম্মেদ বলেন, এ ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা ডিসেম্বর ২৬, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।