ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

উত্তরায় মালবাহী ট্রেনের পাঁচ বগি লাইনচ্যুত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
উত্তরায় মালবাহী ট্রেনের পাঁচ বগি লাইনচ্যুত

গাজীপুর: রাজধানী ঢাকার উত্তরায় উত্তরখান এলাকায় টঙ্গীর অভিমুখে একটি মালবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে।

সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে।

টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক (এস আই) ছোটন শর্মা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন চট্টগ্রামের উদ্দেশ্যে যাচ্ছিল। এক পর্যায়ে মালবাহী ট্রেনটি টঙ্গী রেলওয়ে ব্রিজের সামনে উত্তরখান এলাকায় পৌঁছায়। এ সময় ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। উদ্ধারকারী টিমকে খবর দেওয়া হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার হানিফ আলী জানান, ওই মালবাহী ট্রেন দুর্ঘটনার ফলে ঢাকা ময়মনসিংহ ও ঢাকা রাজশাহী রেললাইনে ট্রেন চলাচলের ব্যাঘাত ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০২৩
আরএস/এসআইএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।