ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বিজয় দিবস উদযাপন করল ভারতের সহকারী হাইকমিশন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
বিজয় দিবস উদযাপন করল ভারতের সহকারী হাইকমিশন

রাজশাহী: রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে বিজয় দিবস উদযাপন করা হয়েছে।  মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৬ ডিসেম্বর) সন্ধ্যায় ‘ভারত-বাংলাদেশ বন্ধুত্ব’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাজশাহীর একটি রেস্তোরাঁয় আয়োজিত এই অনুষ্ঠানে ভারতীয় সহকারী হাইকমিশনার মনোজ কুমার, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর, পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি প্রদীপ প্রজ্বালনের মাধ্যমে শ্রদ্ধাঞ্জলি দেন।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক গান ও নাটক উপস্থিত সবাইকে মুগ্ধ করে। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ছাত্রছাত্রী, বীর মুক্তিযোদ্ধা, যুব নেতা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধভিত্তিক নাটক সবাইকে আবেগাপ্লুত করে।

বাংলাদেশ সময়: ১৫৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।