ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসের রাতেও সিলেটে বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩
বিজয় দিবসের রাতেও সিলেটে বাসে আগুন

সিলেট: মহান বিজয় দিবসের রাতেও সিলেটে বাসে আগুন দেওয়া হয়েছে। শনিবার (১৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় দক্ষিণ সুরমার নসিবা খাতুন উচ্চ বিদ্যালয় সংলগ্ন সড়কের মোড়ে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দক্ষিণ সুরমার নাসিবা খাতুন সড়কের মোড়ে দাঁড়িয়ে থাকা বাসে মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরাও ঘটনাস্থলে এসে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনেন।

এসএমপির দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়রদৌস হাসান বলেন, হরতাল আহ্বানকারী দলের দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে বাসটিতে আগুন ধরিয়ে দেয়। এতে বাসটির কয়েকটি সিট পুড়ে গেছে। ঘটনাস্থল থেকে একটি ছোট পেট্রোলের বোতল আলামত হিসেবে জব্দ করা হয়েছে। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।  

বাংলাদেশ সময়: ১১৫৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০২৩ 
এনইউ/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।