ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মুখে ব্লেড নিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
মুখে ব্লেড নিয়ে ছিনতাই, গ্রেপ্তার ৩

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে ছিনতাইয়ের অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে দুটি ছুরি ও একটি ব্লেড উদ্ধার করা হয়েছে।

 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রাতে এ তথ্য নিশ্চিত করেন তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন।

তিনি জানান, সকালে ফার্মগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, মো. সুজন মিয়া (২৩), মো. হাসান (১৯) ও ১২ বছর বয়সী এক শিশু।  

গ্রেপ্তাররা চিহ্নিত ছিনতাইকারী। তারা নির্জন স্থানে ওত পেতে থাকেন। এরপর কোনো পথচারী পেলে তাকে ছুরির ভয় দেখিয়ে সব ছিনিয়ে নেন।  

ওসি জানান, সব সময় তাদের কাছে থাকে ব্লেড। জিহ্বার নিচে বিশেষ কায়দায় এ ব্লেড রাখেন তারা। তারা এ ব্লেড দিয়ে ভয় দেখান। কেউ বাধা দিলে এ ব্লেড চালিয়ে দেন। আবার পুলিশ তাদের ধরার চেষ্টা করলে তারা এ ব্লেড দিয়ে নিজেদের ক্ষত-বিক্ষত করেন।  

গোপন সংবাদের ভিত্তিতে ফার্মগেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সুজনের নামে ছয়টি এবং হাসানের নামে তিনটি মামলা রয়েছে। আর তাদের সঙ্গে থাকা ১২ বছর বয়সী শিশু উঠতি বয়সেই ছিনতাইয়ে জড়িয়েছে।  

বাংলাদেশ সময়: ২৩৪১ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।