ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

যুবকের দায়ের কোপে প্রতিবেশী খুন, আটক এক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
যুবকের দায়ের কোপে প্রতিবেশী খুন, আটক এক মোস্তফা শেখ

জামালপুর: জামালপুরের ইসলামপুর উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিবেশী যুবকের দায়ের কোপে ইসমাইল হোসেন (৪৫) নামে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

 

সোমবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার চরগোয়ালিনী ইউনিয়নের ডিগ্রীরচর ফারাজিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ইসমাইল হোসেন ওই এলাকার চাঁন ফারাজীর ছেলে। আটক মোস্তফা শেখ একই এলাকার মৃত জালাল সেখের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে মোস্তফা সেখের বাড়ির আঙিনায় আসেন ইসমাইল হোসেন। এসময় তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে মোস্তফা সেখের হাতে থাকা পাট কাটার দা দিয়ে ইসমাইল হোসেনকে এলোপাথাড়ি কোপাতে থাকেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।  

ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন তালুকদার বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আর মোস্তফা শেখ নামে একজনকে আটক করে থানায় আনা হয়েছে। স্থানীয়রা বলছেন ইসমাইল হোসেন মানসিক ভারসাম্যহীন (প্রতিবন্ধী)। তবে কেন এ হত্যাকাণ্ড সংগঠিত হয়েছে তা তদন্ত করে বলা যাবে।  

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, ডিসেম্বর ১১, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।