ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সাঁকো থেকে পড়ে প্রাণ গেল যুবকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০২৩
সাঁকো থেকে পড়ে প্রাণ গেল যুবকের কামরুল ইসলাম আকবর: ফাইল ফটো

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ছোট নদীর একটি সাঁকো থেকে পড়ে কামরুল ইসলাম আকবর (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

শনিবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার চরহাজারী ইউনিয়ন সংলগ্ন ছোট ফেনী নদী থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত কামরুল ইসলাম আকবর ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মফিজুল হকের ছেলে।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল আকবর। পরে পরিবারের সদস্যরা এলাকায় তার সন্ধান চেয়ে মাইকিং করে। শনিবার সকালের দিকে ছোট ফেনী নদীর সাঁকের নিচে কোম্পানীগঞ্জের চরহাজারী অংশে তার মরদেহ পড়ে ছিল। স্থানীয় লোকজন প্রথমে তার মরদেহ দেখতে পায়। পরে খবর পেয়ে স্বজনেরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা হচ্ছে, সাঁকো পারাপারের সময় পড়ে গিয়ে তার মৃত্যু হয়।    

কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আশরাফ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। স্বজনরা পুলিশকে না জানিয়ে মরদেহ বাড়িতে নিয়ে যায়। নিহত যুবক মৃগী রোগে আক্রান্ত ছিল বলে জানা যায়।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।