ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভূমিসেবা মনিটরিংয়ের দায়িত্ব পেলেন ১৯ কর্মকর্তা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
ভূমিসেবা মনিটরিংয়ের দায়িত্ব পেলেন ১৯ কর্মকর্তা

ঢাকা: ভূমি সেবাদাতাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জেলা ভিত্তিক মনিটরিং ও তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

সম্প্রতি ভূমি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের আওতাধীন স্মার্ট ভূমি সেবা নাগরিকদের সঠিকভাবে দেওয়ার জন্য এবং ভূমি সেবাদাতাদের প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেওয়ার লক্ষ্যে ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জেলা ভিত্তিক মনিটরিং ও তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হলো।

ভূমি মন্ত্রণালয়ের কর্মকর্তাদের জেলা ভিত্তিক মনিটরিং ও তদারকি কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে ১৯ জন উপসচিবকে মনিটরিং কর্মকর্তা করা হয়েছে। এছাড়া তদারকি কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন নয়জন যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২৩
জিসিজি/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।