ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গর্ভবতী মানসিক ভারসাম্যহীন নারীকে আশ্রয় দিলেন অটোচালক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৬, ২০২৩
গর্ভবতী মানসিক ভারসাম্যহীন নারীকে আশ্রয় দিলেন অটোচালক

হবিগঞ্জ: জেলার বাহুবল উপজেলায় মানসিক ভারসাম্যহীন অজ্ঞাত এক নারী (৪০) গর্ভবতী হয়েছেন।

গত বুধবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার চকমন্ডল গ্রামে এক অটোরিকশাচালকের বাড়িতে ওই নারী আশ্রয় পেয়েছেন।

স্থানীয়রা জানান, সেদিন মানসিক ভারসাম্যহীন এক নারী চকমন্ডল গ্রামের অটোরিকশা চালক শিশু মিয়ার বাড়িতে আসেন। বাড়ির লোকজন প্রথমে তাকে তাড়িয়ে দিতে চান। এতে ব্যর্থ হয়ে এক পর্যায়ে আশ্রয় দেওয়া হয়েছে।

 পরে বুধবার রাতে আশপাশের লোকজন শিশু মিয়ার বাড়িতে আসেন এবং তারা বুঝতে পারেন মানসিক ভারসাম্যহীন ওই নারী অন্তঃসত্ত্বা। এলাকাবাসী শিশু মিয়ার বাড়িতে ভিড় জমিয়েছেন। কেউ কেউ তাকে খাবার দিলে ওই নারী গ্রহণ করেন না।

এদিকে স্থানীয় এক চিকিৎসকের শরণাপন্ন হলে তিনি জানান, ওই নারী সন্তান সম্ভাব্য এবং প্রসবের দিনক্ষণ সন্নিকটে।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহুয়া শারমিন ফাতেমা।  

তিনি বাংলানিউজকে বলেন ‘ওই নারীর চিকিৎসাসহ তাকে সবধরনের সহযোগিতা দিতে উপজেলা প্রশাসন কাজ শুরু করেছে। ’

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, নভেম্বর  ২৬, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।