ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে টহল পুলিশের গাড়িতে ককটেল হামলা, দুই কনস্টেবল আহত

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৫৭ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
রাজশাহীতে টহল পুলিশের গাড়িতে ককটেল হামলা, দুই কনস্টেবল আহত

রাজশাহী: রাজশাহীর এয়ারপোর্ট থানা এলাকায় পুলিশের টহল গাড়িতে ককটেল হামলা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন দুই পুলিশ সদস্য।

 

বুধবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কে থাকা বায়া মাছের আড়তের দক্ষিণে নির্জন এলাকায় এ ঘটনা ঘটে।

আহত দুই পুলিশ সদস্য হলেন- কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার। তারা দুজনই রাজশাহী মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানায় কর্মরত।

রাজশাহীর এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান হোসেন জানান, বুধবার রাত সাড়ে ১০টার দিকে থানার বায়া মাছের আড়তের দক্ষিণে এয়ারপোর্ট থানা পুলিশের টহলরত গাড়িকে লক্ষ্য করে দুর্বৃত্তরা একটি ককটেলের বিস্ফোরণ ঘটায়।

এতে ওই টহল গাড়িতে থাকা ডিউটিরত পুলিশ কনস্টেবল জাহিদুল ইসলাম ও শামীম হায়দার আহত হন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর ওই এলাকায় পুলিশি টহল বাড়ানো হয়েছে। বর্তমানে হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০২৫৪ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৩
এসএস/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।