ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মধুখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৬ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
মধুখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল ইজিবাইক চালকের

ফরিদপুর: ফরিদপুরের মধুখালী উপজেলার কামারখালী ব্রিজের ওপর ট্রাকচাপায় আব্বাস মল্লিক (৩৭) নামে ব্যাটারিচালিত ইজিবাইকের এক চালক নিহত হয়েছেন।  

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) সকালে ঢাকা-মাগুরা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্বাস একই উপজেলার মধ্য আড়পাড়া এলাকার সামচেল মল্লিকের ছেলে।

মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ইজিবাইকটিকে বিপরীত দিক হতে আসা একটি ট্রাক চাপা দেয়। এতে ঘটনাস্থলে চালক ইজিবাইকচালক আব্বাসের মৃত্যু হয়। খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ উদ্ধার করে। হাইওয়ে থানার আওতাধীন হওয়ায় এ ব্যাপারে সংশ্লিষ্ট থানা আইনগত ব্যবস্থা নেবে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।