ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরোধের সুযোগ নিয়ে দোকান কর্মচারীর ট্রাকে আগুন 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
অবরোধের সুযোগ নিয়ে দোকান কর্মচারীর ট্রাকে আগুন 

চাঁপাইনবাবগঞ্জ: হরতাল অবরোধের সুযোগ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিমের ট্রাকে আগুন দিয়েছেন ডিম ব্যবসায়ীর এক কর্মচারী।  

বুধবার (১৫ নভেম্বর) দিবাগত রাতে জেলার শিবগঞ্জ উপজেলার ইসরাঈল মোড়ে একটি ডিমের ট্রাকে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে।

 

পরে পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে আগুন দেওয়ার অভিযোগে একজনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তি একই উপজেলার জালমাছমারী গ্রামের তরিকুল ইসলামের ছেলে রাজু আহম্মেদ (১৯)।

প্রত্যক্ষদর্শী আতিকুর রহমান পরোশ জানান, রাত পৌনে ১টার দিকে বাড়ির বাইরে আগুন ও চিৎকার শুনে দেখতে পান তার বাড়ির পাশের একটি ডিমের দোকানের  সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন লেগেছে। পরে ফায়ার সার্ভিস ও পুলিশ এসে আগুন নিয়ন্ত্রণে আনে এবং পরদিন সকালে পুলিশ রাজু নামের ডিমের দোকানের এক কর্মচারীকে ধরে নিয়ে যায়।  

একই এলাকার ডিমের দোকানের মালিক আবিকুল আহাদ জানান, রাজু তার দোকানে কর্মচারী ছিলেন। মাস দুই আগে ৪৮ হাজার টাকা আত্মসাৎ করেন। স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসা হওয়ার পর অবরোধ ও হরতালের সুযোগ নিয়ে গভীর রাতে দোকানের সামনে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন দেন রাজু। সিসি ক্যামেরার ফুটেজ দেখালে পুলিশ রাজুকে আটক করে।  

তিনি আরও জানান, আগুনে ট্রাকটির পুরো ইঞ্জিন পুড়ে গেছে। এতে তার অন্তত পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে।  

এদিকে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে রাজুকে আসামি করে একটি মামলা দায়ের করা হয়েছে।  

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি চৌধুরি জোবায়ের হোসেন জানান, প্রশাসনকে বেকায়দায় ফেলতে রাজু অবরোধ-হরতালের নামে ডিমের গাড়িতে আগুন দেন। এ ঘটনায় মামলার একমাত্র আসামি রাজুকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৮ ঘণ্টা, নভেম্বর ১৬, ২০২৩
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।