ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় একগুচ্ছ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২৩
খুলনায় একগুচ্ছ উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

খুলনা: প্রায় আড়াই হাজার কোটি টাকার ২৯টি উন্নয়ন কাজের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।  

সোমবার (নভেম্বর ১৩) বিকেলে খুলনা সার্কিট হাউজ মাঠে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভা থেকে প্রধানমন্ত্রী এসব উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন।

এর মধ্যে খুলনার বিভিন্ন এলাকায় বাস্তবায়িত প্রায় ২ হাজার ৩৬৯ কোটি ৬২ লাখ টাকার ২৪টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং ২২০ কোটি ৮২ লাখ টাকার ৫টি উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করেন তিনি।  

উদ্বোধন হওয়া ২৪টি উন্নয়ন প্রকল্প

১. ১৯৭১: গণহত্যা-নির্যাতন আর্কাইভ ও জাদুঘরের ভবন নির্মাণ কাজ।  

২. সিভিল সার্জনের অফিস ভবন ও বাসভবন নির্মাণ।  

৩. ‘৪০টি উপজেলার ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে ১টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন’ শীর্ষক প্রকল্পের আওতায় খুলনা জেলার পাইকগাছা উপজেলায় ১টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র।

৪. ‘ঢাকা, চট্টগ্রাম ও খুলনাস্থ শিক্ষানবিশ প্রশিক্ষণ দপ্তরসমূহ সংস্কার ও আধুনিকায়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় খুলনা শিক্ষানবিশি প্রশিক্ষণ দপ্তর সংস্কার ও আধুনিকায়ন কাজ।

৫. ‘চট্টগ্রাম এবং খুলনায় বিএসটিআই এর আঞ্চলিক অফিস স্থাপন ও আধুনিকায়ন (২য় সংশোধিত) প্রকল্পের’ আওতায় ১০তলা ভিত্তিসহ ১০তলা ভবন (সিভিল, স্যানিটারি ইন্টারনাল রোড, সার্ফেস ড্রেন এবং বৈদ্যুতিক কাজ)।

৬. ‘বিটাক চট্টগ্রাম, খুলনা ও বগুড়া কেন্দ্রে নারী হোস্টেল স্থাপন (২য় সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় বিটাক, খুলনা কেন্দ্রে ১০তলা বিশিষ্ট নারী হোস্টেল ভবন নির্মাণ।

৭. ‘দেশের বিভিন্ন জেলা ও উপজেলায় রেজিস্ট্রি ও সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ’ শীর্ষক প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলা সাব-রেজিস্ট্রি অফিস ভবন নির্মাণ (সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক)।

৮. ‘সুন্দরবনে পরিবেশবান্ধব পর্যটন (ইকোট্যুরিজম) সুবিধা সম্প্রসারণ ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় নির্মিত শেখেরটেক ইকোট্যুরিজম কেন্দ্র।

৯. ‘১০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন ( সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় ডুমুরিয়া টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫ তলা একাডেমিক কাম ৪-তলা প্রশাসনিক ও ওয়ার্কশপ ভবন নির্মাণ।

১০. ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় বয়রা মাধ্যমিক বিদ্যালয়ের ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ।

১১. ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় খুলনা কলেজিয়েট স্কুলের ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ।

১২. ‘সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সরকারি এলবিকে ডিগ্রি মহিলা কলেজের ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ।

১৩. ‘সরকারি কলেজসমূহে বিজ্ঞান শিক্ষার সুযোগ সম্প্রসারণ’ শীর্ষক প্রকল্পের আওতায় সরকারি বঙ্গবন্ধু কলেজের ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ।

১৪. ‘সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় চালনা বাজার সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ।

১৫. ‘নির্বাচিত মাদরাসাসমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় তালিমুল মিল্লাত রহমাতিয়া ফাজিল মাদ্রাসার ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ।

১৬. ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় নজরুল নগর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ৬-তলা একাডেমিক ভবন নির্মাণ।

১৭. ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আর আর এফ মাধ্যমিক বিদ্যালয়ের ৬তলা একাডেমিক ভবন নির্মাণ।

১৮. ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় আগড়ঘাটা মাধ্যমিক বিদ্যালয়ের ৪-তলা একাডেমিক ভবন নির্মাণ।

১৯. ‘২০০টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় পাইকগাছা টেকনিক্যাল স্কুল ও কলেজের ৫ তলা একাডেমিক কাম ওয়ার্কশপ ও ৪-তলা প্রশাসনিক ভবন।

২০. ‘উপজেলা ও ইউনিয়ন সড়কে দীর্ঘ সেতু নির্মাণ’ প্রকল্পের আওতায় ডুমুরিয়া উপজেলাধীন বসুন্দিয়াডাঙ্গা বাজার -মাগুরখালী ইউপি অফিস (চরচরিয়া শিবনগর সড়ক) সড়কে ২ হাজার ৪৯০ মিটার চেইনেজে ভদ্রা নদীর ওপর ৩১৫ দশমিক ৩০ মিটার লম্বা পিসি গার্ডার ব্রিজ নির্মাণ।

২১. ‘খুলনা সিটি করপোরেশনের গুরুত্বপূর্ণ ও ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন ও পুনর্বাসন প্রকল্প’ এবং ‘খুলনা শহরে জলাবদ্ধতা দূরীকরণে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন প্রকল্প’ এর আওতায় খালিশপুর বিআইডিসি রোডে চেন, ফুটপাথ নির্মাণসহ রাস্তা প্রশস্তকরণ ও পুনর্নির্মাণ।

২২. ‘গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্প (১ম সংশোধিত)’ এর আওতায় দৌলতপুর, খুলনাতে অতিরিক্ত পরিচালক, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খুলনা অঞ্চল, খুলনা এর ৬-তলা বিশিষ্ট নবনির্মিত অফিস ভবন

২৩. ‘কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটগুলোর কার্যক্রম শক্তিশালীকরণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় দৌলতপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট খুলনার ৪ তলা ভিতের ৪ তলা ছাত্র হোস্টেল নির্মাণ (সিভিল, স্যানিটারি ও বৈদ্যুতিক)।

২৪. ‘২০টি ভেজারসহ সহায়ক যন্ত্রপাতি এবং সরঞ্জামাদি সংগ্রহ’ শীর্ষক প্রকল্পের আওতায় নির্মিত খুলনা ড্রেজার বেইজ ভবন।

পাঁচ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

১. ‘খুলনা সিটি কর্পোরেশনের বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের আওতায় স্যানিটারি ল্যান্ডফিল নির্মাণ, মাথাভাঙ্গা, খুলনা।

২. ‘উপজেলা পর্যায়ে ৩২৯টি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন (২য় পর্যায়)’ শীর্ষক প্রকল্পের আওতায় দিঘলিয়া টেকনিক্যাল স্কুল ও কলেজ এর ৫ তলা একাডেমিক কাম ৪-তলা প্রশাসনিক ও ওয়ার্কশপ ভবন নির্মাণ কাজ।

৩. ‘পল্লী সড়কে গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ (১ম সংশোধিত)’ শীর্ষক প্রকল্পের আওতায় পাইকগাছা উপজেলাধীন জিসি-লস্কর বাজার-বাইনতলা বাজার- বগুলারচর বাজার-শুড়িখালী বাজার ডান্ডারপোল বাজার-গালাবাড়ি জিসি সড়কে ২৩০০ মিটার চেইনেজে কুবুলিয়া নদীর উপর ৭৪৮.৯০ মিটার ব্রিজ নির্মাণ কাজ।

৪. ‘আকলিমা খাতুন টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউট, পাইকগাছা, খুলনা স্থাপন’ প্রকল্প

৫. বসন্তপুর নদী বন্দর, কালিগঞ্জ, সাতক্ষীরা।

এর আগে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনা আসেন।

বাংলাদেশ সময়: ঘণ্টা,  নভেম্বর ১৩, ২০২৩
এমইউএম/এমআরএম/এমএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।