ঢাকা, শুক্রবার, ১৪ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

অবরোধ শুরুর আগের ১০ ঘণ্টায় ৯ যানবাহনে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
অবরোধ শুরুর আগের ১০ ঘণ্টায় ৯ যানবাহনে আগুন

ঢাকা: বিএনপিসহ কয়েকটি দলের ঘোষিত ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ চলছে। অবরোধের দিন সকাল পর্যন্ত ১০ ঘণ্টায় ৯ যানবাহনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

 

রোববার (১২ নভেম্বর) ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম এ তথ্য জানান।

তিনি জানান, ১১ নভেম্বর শনিবার রাত ৮টা থেকে ১২ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ৯টি যানবাহনে দুর্বৃত্তদের আগুন দেওয়ার সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।  

এর মধ্যে রাজধানীতে সাতটি, গাজীপুরে একটি, বরিশাল বিভাগে একটি আগুনের ঘটনা ঘটেছে। আগুনে আটটি বাস, একটি পিকআপ পুড়েছে।  

এসব আগুন নির্বাপণে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১৯টি ইউনিট ও ১৯৩ জন সদস্য কাজ করেছেন।  

২৮ অক্টোবর মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের পর বিএনপি হরতাল ডাকে। এরপর তিন দফায় অবরোধ কর্মসূচি পালন করেছে দলটি। বিএনপির সঙ্গে সমমনা জোট ও দলও এ কর্মসূচি পালন করছে।  

রোববার সকাল থেকে শুরু হয়েছে তাদের চতুর্থ দফার সড়ক, রেল ও নৌপথ অবরোধ, যা মঙ্গলবার ভোর ৬টা পর্যন্ত চলবে।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, নভেম্বর ১২, ২০২৩
এজেডএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।