ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে ৪৭৩ বোতল ফেনসিডিলসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
নারায়ণগঞ্জে ৪৭৩ বোতল ফেনসিডিলসহ আটক ২ আটক ২ মাদক কারবারি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের বন্দরে ৪৭৩ বোতল ফেনসিডিলসহ ২ মাদক কারবারিকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শনিবার (১১ নভেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান র‍্যাব ১১ এর মিডিয়া অফিসার এএসপি সনদ বড়ুয়া।

এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ করা হয়।
 
র‍্যাব জানায়, ১০ নভেম্বর বন্দর থানাধীন মদনপুর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-কাভার্ডভ্যানের চালক লক্ষ্মীপুরের রামগতির চর সেকান্দরের মনির হোসেন (২৭) ও হেলপার নোয়াখালীর কবিরহাটের আব্দুল আজিজের ছেলে মো. রবিউল হক (৪৩)।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।