ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মাটিরাঙ্গায় চোরাইপথে আসা গাড়ির যন্ত্রাংশ জব্দ, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, নভেম্বর ১১, ২০২৩
মাটিরাঙ্গায় চোরাইপথে আসা গাড়ির যন্ত্রাংশ জব্দ, আটক ২

খাগড়াছড়ি: খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে চোরাই পথে আসা বিপুল পরিমাণ গাড়ির ভারতীয় যন্ত্রাংশ জব্দ করেছে পুলিশ। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাসহ দুইজনকে আটক করা হয়।

শুক্রবার (১০ নভেম্বর) রাতে মাটিরাঙ্গার গাজী নগর এলাকায় এ অভিযান চালানো হয়। ঘটনায় আটকরা হলেন জেলার মাটিরাঙ্গার উত্তর শান্তিপুর এলাকার মো. জাকির হোসেনের ছেলে বিল্লাল হোসেন (২১) ও একই এলাকার মৃত শাহাবউদ্দিনের ছেলে মো. শাহ আলম (২৩)।

জানা যায়, শুক্রবার রাকে মাটিরাঙ্গার গাজী নগর এলাকায় পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় চোরাই পথে আসা মোটরসাইকেলসহ বিভিন্ন গাড়ির ভারতীয় যন্ত্রাংশ জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৬ লাখ টাকা। অভিযানে একটি নম্বরবিহীন সিএনজিচালিত অটোরিকশাসহ বিল্লাল ও শাহ আলমকে আটক করা হয়।
 
এ ঘটনায় থানায় মামলা হয়েছে বলে জানান মাটিরাঙ্গা থানার ওসি মো. জাকারিয়া।

বাংলাদেশ সময়: ১৪২৮ ঘন্টা, নভেম্বর ১১, ২০২৩
এডি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।