ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালীগঞ্জে কাভার্ড ভ্যানে আগুন

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৯ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
কালীগঞ্জে কাভার্ড ভ্যানে আগুন

গাজীপুর: বিএনপিসহ সমমনাদের ডাকা তৃতীয় দফার অবরোধের প্রথম দিন গাজীপুরের কালীগঞ্জ উপজেলার গলান এলাকায় একটি কাভার্ড ভ্যানে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৮ নভেম্বর) ভোরে ঢাকা-বাইপাস সড়কে এ ঘটনা ঘটে।

 

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, একটি কোম্পানির কাভার্ড ভ্যান পণ্য নিয়ে ঢাকা-বাইপাস সড়ক দিয়ে গাজীপুরের দিকে যাচ্ছিল। একপর্যায়ে কাভার্ড ভ্যানটি কালীগঞ্জ উপজেলার গলান এলাকায় পৌঁছালে দুর্বত্তরা আগুন দেয়।  

দুর্বৃত্তরা আগুন দিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে কালীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। কাভার্ড ভ্যানে থাকা দুজন আহত হয়েছেন।  

কালীগঞ্জ ফায়ার সার্ভিসের লিডার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভান। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে গাড়িটির সামনের অংশ পুড়ে গেছে।  

বাংলাদেশ সময়: ১১০৬ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২৩
আরএস/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।