ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মালিবাগে বাসে আগুন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩০ ঘণ্টা, নভেম্বর ৭, ২০২৩
মালিবাগে বাসে আগুন ফাইল ছবি

ঢাকা: রাজধানীর মালিবাগ আনসার ক্যাম্পের পাশে পার্কিং করা অবস্থায় ‘বাহন’ নামে যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (৭ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে মিডিয়া সেলের কর্মকর্তা তালাহা বিন জসিম এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ১১টা ০৩ মিনিটে বাসে আগুন লাগার সংবাদের পরিপ্রেক্ষিতে খিলগাঁও ফায়ার স্টেশন থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে।

ঘটনাস্থল থেকে খিলগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন মোল্লা বাংলানিউজকে বলেন, মালিবাগ আনসার ক্যাম্পের বিপরীত দিকে মেইন সড়কের পাশে রেল লাইনের সঙ্গে খালি জায়গায় পার্কিং করা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঘটনাস্থলটি হতে পারে ঢাকা রেলওয়ে থানার। তবে বাসে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে এসেছি। ফায়ার সার্ভিস আগুন নিভিয়ে ফেলেছে। তবে আশেপাশের লোকজন থেকে যতটুকু জানা গেছে, দুইটি ছেলে দূর থেকে কিছু একটা নিক্ষেপ করেছে পার্কিং করা ওই বাসটিতে। এর পরই বাসটিতে আগুন ধরে যায়।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০২৩
এজেডএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।