ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি: আইনমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি: আইনমন্ত্রী

ঢাকা: বিএনপি নেতাদের রাজনৈতিক কারণে ধরা হয়নি বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, তাদের অপরাধজনিত সংশ্লিষ্টতায় ধরা হয়েছে।

রাজনীতির সঙ্গে এর কোনো সংযোগ নেই।

রোববার (৫ নভেম্বর)  দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের করিডোরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) কেন এসেছিলেন, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। আমরা সব বিষয় নিয়ে আলোচনা করেছি।  

বিএনপির নেতাকর্মীদের মামলা নিয়ে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, না না না, মামলা নিয়ে কোনো আলোচনা হয়নি।

বিএনপির বড় নেতাদের ধরা হচ্ছে, এতে রাজনৈতিক সমস্যার সমাধান হবে  কি না, জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, আমার মনে হয়, এ প্রশ্নের জবাব সঠিকভাবে যে জায়গায় পাবেন, তা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আমার কাছে এটার কোনো...।  

বাংলাদেশ সময়: ১৫০৪ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
জিসিজি/আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।