ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা ক্যাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
দাঁড়িয়ে থাকা ক্যাভার্ডভ্যানে ট্রাকের ধাক্কা, প্রাণ গেল হেলপারের

নরসিংদী: নরসিংদীর শিবপুরে সড়ক দুর্ঘটনায় ইসমাইল গাজী (৬০) নামে এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন।

শনিবার (৪ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের কারারচর মিলগেইট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইসমাইল গাজী বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ থানার ছোট জামুয়া গ্রামের মৃত রমিজ উদ্দিনের ছেলে।

হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়,  রাতে ঢাকা থেকে ফলবোঝাই একটি ট্রাক সিলেট যাচ্ছিল, ভেলানগর ব্রিজ অতিক্রম করার পর মিল গেটের সামনে মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে ধাক্কা দিলে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালকের পাশে থাকা হেলপার ইসমাইল গাজী ভেতরে চাপা পড়ে নিহত হয়। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানটি পালিয়ে যায়। খবর পেয়ে ইটাখোলা হাইওয়ে পুলিশ ও নরসিংদী ফায়ার সার্ভিসের কর্মীরা এসে হেলপারের মরদেহ উদ্ধার করে।

ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ ইলিয়াস হোসেন বলেন, হেলপার ইসমাইল গাজীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। দুমড়েমুচড়ে যাওয়া মিনি ট্রাকটি জব্দ করে ফাঁড়িতে রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।

বাংলাদেশ সময়: ১২১৮ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।