ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

খুলনায় ঢিলেঢালা অবরোধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
খুলনায় ঢিলেঢালা অবরোধ

খুলনা: বিএনপি ও জামায়াতের ডাক দিয়েছে টানা তিন দিনের অবরোধ। মঙ্গলবার (৩১ অক্টোবর) অবরোধের প্রথম দিন খুলনায় অনেকটা ঢিলেঢালাভাবে পালিত হচ্ছে।

অবরোধের সমর্থনে মহানগর ও জেলা বিএনপি ফরাজিপাড়া থেকে মিছিল বের করে। মিছিলে অংশগ্রহণ করেন মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক আমীর এজাজ খান, মহানগর বিএনপির সদস্য সচিব শফিকুল আলম তুহিন, জেলা বিএনপির সদস্য সচিব মনিরুল হাসান বাপ্পী, মহানগর শ্রমিক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম প্রমুখ।

এছাড়া সোনাডাঙ্গা থানা বিএনপিও অবরোধের সমর্থনে মিছিল করেছে।

প্রথম দিনে খুলনায় অবরোধের সমর্থনে বিক্ষোভ মিছিল করেছে খুলনা মহানগরী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও খুলনা মহানগরী সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল, হরিণটানা থানা আমীর আব্দুল গফুর, খুলনা মহানগরী ইসলামী ছাত্রশিবিরের সাংগঠনিক সেক্রেটারি ছাত্রনেতা মিলন হোসেন, হরিণটানা থানা জামায়াত নেতা অ্যাডভোকেট ব ম মনিরুল ইসলাম, ছাত্রশিবির নেতা আদনানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

এদিকে অবরোধে অপ্রীতিকর ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ মোড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে। দূর পাল্লার বিলাসবহুল পরিবহন সকাল ৯টা পর্যন্ত চলাচল বন্ধ ছিল। পরে পরিবহন চলাচল শুরু হলেও যাত্রী সংকট দেখা গেছে। তবে মহানগরীর সর্বত্র যানবাহন চলাচল স্বাভাবিক আছে। খুলনা রেলস্টেশন থেকে ট্রেন সময়মতো ছেড়ে গেছে। তবে লঞ্চ চলাচল বন্ধ আছে।

আন্তঃজেলা বাস মিনিবাস মালিক সমিতির যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন সোনা বাংলানিউজকে বলেন, খুলনার সড়ক-মহাসড়কে অবরোধের কোনো প্রভাব নেই। বাস সময়মতো চলছে। তবে যাত্রী অনেক কম।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২৩
এমআরএম/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।