ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রামগতিতে পিকেটারদের ইটের আঘাতে দুই পুলিশ আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
রামগতিতে পিকেটারদের ইটের আঘাতে দুই পুলিশ আহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের রামগতিতে হরতাল চলাকালীন পিকেটারদের ছোড়া ইটের আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার (২৯ অক্টোবর) সকাল ৯টার দিকে উপজেলার আজাদনগর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।  

আহতরা হলেন- রামগতি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ও উপসহকারী পরিদর্শক (এএসআই) মান্নান।  

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুদ্দিন আনোয়ার বাংলানিউজকে বলেন, হরতাল সমর্থকরা রামগতি-সোনাপুর আঞ্চলিক সড়কের আজাদ নগর ব্রিজ এলাকায় পিকেটিং করছিল। এসময় পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে ইট ছোড়ে। এতে দুই পুলিশ সদস্য আহত হয়।  

এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি।  

বাংলাদেশ সময়: ১১২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।