ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
ফরিদপুরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল

ফরিদপুর: ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাঁড়াল ১০২ জনে।

 

গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে ভর্তি হয়েছেন ২৪৭ জন রোগী। বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৬২৮ জন।

মারা যাওয়া ব্যক্তিরা হলেন- ফরিদপুরের সদরপুর উপজেলার ঠেঙ্গামারী এলাকার মো. সেলিমের স্ত্রী জেসমিন বেগম (৩২), রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলার সোনাপুর এলাকার জব্বার মোল্যার ছেলে আশরাফ মোল্যা (১১) ও মাগুরা সদরের আবালপুর এলাকার মো. শহিদুলের স্ত্রী জাহানারা বেগম (৪২)।

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুরে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মো. ছিদ্দীকুর রহমান।

ডা. মো. ছিদ্দীকুর রহমান জানান, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে।

সিভিল সার্জন জানান, মারা যাওয়া ব্যক্তিরা ফরিদপুর, রাজবাড়ী, মাগুরা, মাদারীপুর, গোপালগঞ্জ ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। জেলায় অদ্যাবধি ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা ১৯ হাজার ১২৯ জন। এর মধ্যে ১৮ হাজার ৩৯৯ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।  

সিভিল সার্জন আরও বলেন, ফরিদপুরের ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে আনতে সর্বোচ্চ চেষ্টা চলছে। তবে প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা। আমরা আমাদের সক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে সেবা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। আশা করছি, দ্রুতই মৃত্যুর সংখ্যা কমে আসবে।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।