ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বড়শিতে ১৭ কেজির পাঙ্গাশ, বিক্রি ২২ হাজারে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৮ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
বড়শিতে ১৭ কেজির পাঙ্গাশ, বিক্রি ২২ হাজারে বড়শিতে ধরা পড়া পাঙ্গাশ মাছটি

বরগুনা: বরগুনায় পায়রা নদীতে বড়শিতে ধরা পড়েছে ১৭ কেজি ওজনের একটি পাঙ্গাশ মাছ। বিক্রি হয়েছে ২২ হাজার টাকায়।

শনিবার (২১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন জেলার আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার।

জানা গেছে, আরপাঙ্গাশিয়া গ্রামের বালিয়াতলী গ্রামের সেরাজুল নামে এক জেলে গতকাল শুক্রবার বিকেলে পায়রা নদীতে বড়শি ফেলে মাছের জন্য অপেক্ষা করতে থাকেন। সন্ধ্যা ৭টার সময় বড়শিতে পাঙ্গাশ মাছ ধরা পড়ে। মাছটি তুলে বিক্রির জন্য ওই রাতেই আমতলী মাছ বাজারের ভাই ভাই মৎস্য আড়তে নিয়ে আসেন সেরাজুল। সেখানে মাছটির ওজন মাপা হলে দেখা যায় ১৭ কেজি। পরে আড়তদার মাছটি ভাগা দিয়ে ২২ হাজার টাকায় বিক্রি করেন।

জেলে সেরাজুল জানান, এবছর নদীতে মাছের আকালের মধ্যে বড়শিতে এত বড় পাঙ্গাশ পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহর কাছে লাখ শুকরিয়া।

পাইকারি মাছের আড়তদার মো. ফোরকান চৌকিদার বলেন, এবছর এত বড় সাইজের পাঙ্গাশ আর বাজারে আসেনি। মাছটি এক নজর দেখার জন্য অনেকেই ভিড় করেছিলেন।  

আমতলী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা হালিমা সর্দার বলেন, জেলেরা  বিভিন্ন সময় অবরোধ সঠিকভাবে পালন করায় নদী সাগরে অনেক বড় সাইজের মাছ পাওয়া যাচ্ছে। এটা জেলেদের জন্য সুখবর।  

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।