ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলেকে গলা কেটে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩
বাঞ্ছারামপুরে মা ও দুই ছেলেকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় মা ও দুই ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।  

মঙ্গলবার (১৭ অক্টোবর) সকালে উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের চর ছয়ানী এলাকার নিজ বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করে পুলিশ।

নিহতরা হলেন- সৌদি আরব প্রবাসী শাহ আলমের স্ত্রী জেসি আক্তার (৩৫), তার বড় ছেলে মাহিন (১৪) ও ছোট ছেলে মহিন (৭)।

অতিরিক্ত পুলিশ সুপার (নবীনগর সার্কেল) সিরাজুল ইসলাম জানান, বাড়ির মালিক শাহ আলম সৌদি আরব থাকেন। বাড়িতে তার স্ত্রী ও দুই ছেলে বসবাস করেন। সকালে গৃহকর্মী জেসমিন আক্তার (৩৫) কাজের জন্য এসে দেখেন বাসার গেট বন্ধ। অনেক ডাকাডাকি করলেও কেউ গেট খুলছে না। পরে তিনি নিহত জেসি আক্তারের জা খালেদা আক্তারের কাছ থেকে চাবি নিয়ে গেট খুলে ঘরে ঢুকে মেঝেতে মা ও দুই ছেলের মরদেহ পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। এসময় অন্যান্য লোকজন ভেতরে গিয়ে দেখেন ঘরের মেঝে ও বাথরুমে শাহ আলমের স্ত্রী ও দুই সন্তানের গলা কাটা রক্তাক্ত মরদেহ পড়ে আছে।

তিনি আরও জানান, পুলিশের একাধিক টিম ঘটনার রহস্য উদঘাটনে কাজ শুরু করেছে।  

বাংলাদেশ সময়: ১২১০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২৩/আপডেট: ১৩১৩ ঘণ্টা
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।