ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে মিষ্টির দোকানে অভিযান, জরিমানা ২০ হাজার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
নারায়ণগঞ্জে মিষ্টির দোকানে অভিযান, জরিমানা ২০ হাজার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের কালিরবাজার এলাকায় আদর্শ মিষ্টান্ন নামের মিষ্টির দোকানে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (১৬ অক্টোবর) এ অভিযান পরিচালনা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নারায়ণগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে কালির বাজারে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারকে অস্বাস্থ্যকর পরিবেশে মিষ্টি, দই তৈরির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৩ ধারায় ২০ হাজার টাকা জরিমানা আরোপ এবং আদায় করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন চেম্বার অব কমার্সের পরিচালক সোহেল আক্তার, ক্যাবের প্রচার সম্পাদক আবু সাইদ পাটোয়ারী রাসেল ও মার্কেটিং কর্মকর্তার প্রতিনিধি সুমন খান।

বাংলাদেশ সময়: ১৪৫৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।