ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
নালিতাবাড়ীতে ভারতীয় মদসহ যুবক আটক

শেরপুর: নালিতাবাড়ীতে মাদকবিরোধী অভিযানে ৬৯ বোতল ভারতীয় মদসহ মো. রুবেল মিয়া (২২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৫ অক্টোবর) সকালে উপজেলার নয়াবিল ইউনিয়নের শেখেরকুড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

 

রুবেল উপজেলার নন্নী পশ্চিমপাড়া এলাকার সোহরাব আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে নালিতাবাড়ী থানার এসআই মো. আবু রায়হান, এএসআই মো. সোহরাব হোসেন ও এএসআই মো. বকুল মিয়ার নেতৃত্বে থানা পুলিশের একটি দল নয়াবিল ইউনিয়নের শেখেরকুড়া এলাকায় মোমেনা মার্কেটের সামনে অভিযান চালায়। সে সময় ৪৫ বোতল এমসি ডোয়েলস ও ২৪ বোতল এসি ব্ল্যাক ব্র্যান্ডের ভারতীয় আমদানি নিষিদ্ধ মদসহ রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা মাদকের আনুমানিক মূল্য ৯৩ হাজার টাকা। পরে নালিতাবাড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, শেরপুরের পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম’র সার্বিক দিকনির্দেশনায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স বাস্তবায়নের লক্ষ্যে এমন অভিযান অব্যাহত থাকবে।  

বাংলাদেশ সময়: ১৫০৯ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।