ঢাকা, শুক্রবার, ২৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৩ ডিসেম্বর ২০২৪, ১০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মায়ের মৃত্যু  প্রতীকী ছবি

কুষ্টিয়া: কুষ্টিয়ার মিরপুর উপজেলার মিরপুর তালতলা এলাকায় ছেলের মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে আম্বিয়া খাতুন (৫০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে।

রোববার (৮ অক্টোবর) রাত ৮টার দিকে কুষ্টিয়া-মেহেরপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওই উপজেলার আমলা ইউনিয়নের কচুবাড়ীয়া গ্রামের আব্দুল মালেকের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিরপুরে মেয়ের বাড়ি থেকে ছোট ছেলে রাশিদুল ইসলামের মোটরসাইকেলে কচুবাড়ীয়ার দিকে যাচ্ছিলেন আম্বিয়া। পথে ঘটনাস্থলে এলে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন মা। তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতের স্বামী আব্দুল মালেক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, অক্টোবর ০৮, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।