ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

শিম গাছ খেয়েছে ছাগল, প্রাণ গেল নারীর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, অক্টোবর ৮, ২০২৩
শিম গাছ খেয়েছে ছাগল, প্রাণ গেল নারীর

ময়মনসিংহ: জেলার ফুলপুর উপজেলায় ছাগলে শিম গাছ খেয়ে ফেলায় দুই পক্ষের মারামারিতে মোছা: জুলেখা খাতুন (৬৫) নামের এক নারী নিহত হয়েছেন।  

এ ঘটনায় উভয় পক্ষের আহত হয়েছে আরও ৫ জন।

 

রোববার (৮ অক্টোবর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ভাইটকান্দি ইউনিয়নের রঘুরামপুর গ্রামে এই মারামারির ঘটনা ঘটেছে।

আহতরা হলেন- আবু সাঈদ (৬০), জুলেখা আক্তার(৪০), জহুরা (৩২), কমলা খাতুন (৩০) এবং ওয়াসিফ বিল্লাহ (৩৪)। তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার সন্ধ্যা সাড়ে ৭ টায় ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বাংলানিউজকে এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, ছাগলে শিম গাছ খাওয়াকে কেন্দ্র করে জুলেখা খাতুনদের সঙ্গে প্রতিবেশী আবু সাঈদদের কথা কাটাকাটির জের ধরে মারামারির ঘটনা ঘটে। এ ঘটনায় উভয়পক্ষের ৬ জন আহত হয়। এর মধ্যে জুলেখা খাতুনকে মারাত্মক আহত অবস্থায় উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ঘটনার তদন্ত চলছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ৮,  ২০২৩
এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।